আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

তবে এই শাস্তি শুধুমাত্র সংস্থাগুলোর জন্য, কোনও কিশোর-কিশোরী বা তাদের অভিভাবককে সরাসরি শাস্তি দেওয়া হবে না।

Truth Of Bengal: অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচের কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছরের নভেম্বরে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া এক ঐতিহাসিক বিলের মাধ্যমে। শেষ পর্যন্ত বুধবার, ১০ ডিসেম্বর থেকে এই আইন কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও প্রতিষ্ঠান যদি এই আইন মানতে ব্যর্থ হয়, তবে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে, যা ভারতীয় মুদ্রায় ৩০০ কোটি টাকারও বেশি। তবে এই শাস্তি শুধুমাত্র সংস্থাগুলোর জন্য, কোনও কিশোর-কিশোরী বা তাদের অভিভাবককে সরাসরি শাস্তি দেওয়া হবে না।

আইন প্রবর্তনের পেছনে মূল কারণ ছিল, সাম্প্রতিক সময়ে অনলাইনে সাইবার বুলিংয়ের কারণে অনেক কিশোর-কিশোরী আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। যদিও আইন নিয়ে কিছু সমালোচনা হয়েছে। বিরোধীরা দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলে কমবয়সিদের কণ্ঠরোধ হবে। কিন্তু অভিভাবকরা বলছেন, অনলাইনের দুনিয়ায় নিরাপদ থাকা ক্রমেই কঠিন হয়ে উঠছে, তাই এমন ব্যবস্থা প্রয়োজন।

আইন পাস হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ জানিয়েছিলেন, কিশোরদের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেবার সরকারের পেশ করা বিলটি হাউসে ১০২টির বিপক্ষে মাত্র ১৩ ভোটে পাশ হয়। টিকটক ও ইনস্টাগ্রামসহ বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্মও নিষিদ্ধ হয়েছে, তবে ইউটিউব কিডসের মতো কিছু মাধ্যমকে ছাড় দেওয়া হয়েছে।

আইন কার্যকর হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ায় কিছু কিশোর-কিশোরী প্রতিবাদের মুখে এসেছে। বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে এই আইনকে চ্যালেঞ্জ করার চেষ্টা শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেও এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে, এবং অনেকেই মনে করছেন, অন্য দেশগুলোও অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করতে পারে।

Related Articles