আন্তর্জাতিক
Trending

বন্দি বিনিময় ইউক্রেন রাশিয়ার, দুই দেশ মিলে ঘরে ফিরলো প্রায় ৪৭৮ জন বন্দি

Prisoner exchange between Ukraine and Russia, the two countries returned about 478 prisoners

The Truth Of Bengal: আরব আমিরশাহির মধ্যস্থতায় বন্দি বিনিময় করল ইয়ক্রেন ও রাশিয়া। দুই দেশ মিলে প্রায় ৪৭৮ জন বন্দি ঘরে ফিরে এসেছেন। ইউক্রেন ফিরে পেয়েছে ২৩০ জন নাগরিকদের এবং রাশিয়া ফিরে পেয়েছে ২৪৮ জন নাগরিক।

বছরের শুরুতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মাঝেও স্বস্তির খবর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সম্মতিতে  বন্দি বিনিময় করল দুই দেশ। দুই দেশ মিলে প্রায় ৪৭৮ জন ঘরে ফিরে এলেন। সংযুক্ত আরব আমিরশাহির মদতে এই সিধান্ত দুই দেশের। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কো ইউক্রেনের উপর হামলার ক্ষেত্রে ছক কোষে চলেছে। পিছু হটতে নারাজ কিয়েভও। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আরব আমিরশাহির মধ্যস্ততায় নিজেদের ভিটে মাটি ফিরে পেল ৪৭৮ জন বন্দি।

কেবলমাত্র আরব আমিরশাহির দুই দেশের বন্দিদের মুক্ত করতে উঠে পড়ে লেগেছে । শুধুমাত্র একা আরব আমিরশাহির মধ্যস্থতাতেই দুই দেশ তাদের নিজেদের বন্দি ছেড়ে দেওয়ার চুক্তিতে সম্মতি প্রকাশ করে। ইউক্রেন প্রধান ভলদিমির জেলেনস্কি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন রাশিয়ায় বন্দি হওয়া ২৩০ জন ইউক্রেন বাসী নিজের দেশে ফিরে এসেছে। অন্যদিকে রাশিয়াও ফিরে পেয়েছে ২৪৮ জন নাগরিক, জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্দি দশা পের করে খোলা আকাশের নীচে শ্বাস নিয়ে খুশি বন্দিরা। তবে এখনই যুদ্ধ থামছেনা এমনটায় আভাস পাওয়া গেছে দুই দেশের তরফ থেকে।

Free Access

Related Articles