আন্তর্জাতিক

পাকিস্তানে আতঙ্ক বাড়াচ্ছে নিউমোনিয়া, পাক পঞ্জাব প্রদেশে ২০০ জন শিশুর মৃত্যু

Pneumonia increasing panic in Pakistan

The Trurth Of Bengal: প্রবল শীতে পাকিস্তানে ভয়ঙ্কর আকার নিচ্ছে নিউমোনিয়া। ১ জানুয়ারী থেকে পাঞ্জাব প্রদেশে ১০ হাজার ৫২০ জন নিউমোনিয়ায় আক্রান্ত হন। সরকার পক্ষের তরফ থেকে শিশুদের মাস্ক ও গরম জামা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। পরামর্শ দেওয়া হয় বারে বারে হাত ধোঁয়ারও।

শীত বাড়ার সাথে সাথেই পাকিস্তানে চরম আকার দারণ করছে নিউমোনিয়া। ভাইরাল জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।  বিগত তিন সপ্তাহে পাক পাঞ্জাব প্রদেশে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ২০০ জন শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। এই খবর নিশ্চিত করেছে পাঞ্জাব প্রদেশ প্রশাসন। মৃত শিশুদের মধ্যে প্রত্যেকেরই বয়স পাঁচ বছরের নীচে। পাকিস্তানের সরকার পক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ার ভ্যাকসিন নেয়নি। পুষ্টিরও অভাব লক্ষ করা গেছে ওই শিশুদের মধ্যে।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসনের। মৃতদের মধ্যে ৪৭ জন লাহোরের বাসিন্দা। গোটা প্রদেশের সমস্ত স্কুলে ৩১ জানুয়ারী পর্যন্ত, প্রার্থনাসভার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে চলতি বছরের  শুরু থেকে এখনও পর্যন্ত পঞ্জাব প্রদেশে ১০ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন নিউমোনিয়াতে। গত বছর পাক পঞ্জাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯৯০ জন শিশুর মৃত্যু হয়েছিল। তবে চূড়ান্ত শীতে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যাপক পরিমানে উদ্বেগ সৃষ্টি হয়েছে প্রশাসনের মধ্যে।

Free Access

Related Articles