আন্তর্জাতিক

এবার বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোন প্রিপেইড কার্ড ইস্যু করা যাবে না

No prepaid card can be issued in Bangladesh without the approval of the central bank

The Truth Of Bengal: চলতি বছরে বাংলাদেশ সংসদে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। এই বিলটি পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি কমাতে ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ করতে এই বিলটি পাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার কারনে এবার থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো প্রিপেইড কার্ড ক্রয়-বিক্রয় বা ইস্যু করতে চায় তাহলে তাঁকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া সম্ভব নয়। যদি কোন ব্যক্তি এই নিয়ম অমান্য করে তাহলে সেই ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বচ্ছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ লাখের জরিমানা হতে পারে, আবার উভয় শাস্তিও হতে পারে সেই ব্যক্তির।

প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস-সংক্রান্ত কোনো আইন না থাকার কারণে দেশে অনেক অনলাইন প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের প্রিপেইড কার্ড চালু করতে দেখা গেছে। যে মূল্য দিয়ে এই কার্ড ক্রয় করা হয়, সেই মূল্যের থেকে দ্বিগুণ-তিন’গুণ মূল্যের পণ্য সামগ্রী এই কার্ডে ক্রয় করা যায়। তাই  অধিক মূল্যের মুনাফা লাভের আশায় বহু মানুষ এই ধরনের কার্ড কিনে থাকেন। কিন্তু এবার থেকে আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে তবেই এ ধরনের প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস ইস্যু করতে পারবেন সাধারণ মানুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘অগ্রিম পরিশোধ দলিল/প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস’ ইস্যু বা ক্রয়-বিক্রয় করতে চায় তাহলে তাকে জাতিয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা অনুমতি নিতে হবে, অনুমোদন ছাড়া করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে জনগণের থেকে কোনো রকমেরে ঋণ প্রদান, বিনিয়োগ গ্রহণ বা আর্থিক লেনদেন করা পরিচালনা করা যাবে না। এই বিধান অমান্য করলে সর্বোচ্চ পাঁচ বচ্ছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ লাখের জরিমানা হতে পারে, আবার উভয় শাস্তিও হতে পারে। এমনকি কোনো ব্যাংক বা কোম্পানি যদি কোনো পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণ, পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা ইলেকট্রনিক মুদ্রায় পরিশোধ সেবা করতে চায় তাহলেও বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন। একইভাবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ করতে পারবে না।

Related Articles