বরখাস্ত হলেন বাংলাদেশের নরসিংদীর জেল সুপার ও জেলার, ১৩৬ পলাতকের আত্মসমর্পণ
Narsingdi Jail Superintendent and Jailer of Bangladesh sacked, 136 fugitives surrender

The Truth Of Bengal: নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বিজ্ঞপ্তি দিয়ে জনিয়েছেন, নরসিংদী জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম ও জেল সুপার আব্দুল কালাম আজাদ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। ওই হামলায় নয় জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে গিয়েছে। রবিবার রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে পলাতক আসামীরা আত্মসমর্পণ করে।
এরপর সোমবার ১০ ও মঙ্গলবার ১২৬ জননিয়ে মোট ১৩৬ জন পলাতক স্বেচ্ছায় সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন। নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ নরসিংদী জেলা কারাগারের জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করেছে। পলাতকেরা যাতে দ্রুত আত্মসমর্পণ করে তার জন্য প্রশাসনের তরফ থেকে জেলার প্রত্যেকটি গ্রাম ও ইউনিয়নে মাইকিং চালানো হচ্ছে।