হাসিনাকে সমর্থন করাই কি কাল? রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী আফরোজ শাওন
Is supporting Hasina the future? Actress Afroz Shaon arrested on treason charges

Truth Of Bengal: হিংসাত্মক বাংলাদেশে রেহাই পাচ্ছে না শিল্পীরা। এবার গ্রেফতার সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ঢাকার ধানমাণ্ডি থেকে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিনেত্রী মেহের আফরোজ শাওন প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তাঁর বাড়িতে চলে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়াও হয়। শেখ হাসিনাকে সমর্থন করার মাশুলই কি দিতে হল অভিনেত্রীকে।
ছাত্র আন্দোলনের সময় থেকে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। হাসিনার দেশত্যাগের পরবর্তী সময় থেকে চরম অরাজকতা বিরাজ করছে প্রতিবেশী দেশে। সেই পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে সরব হন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কয়েকদিন আগে শেখ হাসিনার সমর্থনে ইঙ্গিতপূর্ণ পোস্টও করেন অভিনেত্রী। তাঁর গ্রেফতারির নেপথ্যে এই কারণ রয়েছে বলে অনেকেরই অভিমত।
অভিনেত্রীর গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তাঁর কথায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তাই রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে শাওনকে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।