আন্তর্জাতিক

ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আবাসনে 

University housing in devastating fire

The Truth of Bengal: ইরাকের উত্তরে সোরানের এরবিল শহরে একটি বিশ্ববিদ্যালয়ের আবাসনে বিধ্বংসী আগুনের ঘটনা। আগুন লাগে বিশ্ববিদ্যালয়ের আবাসনের তৃতীয় এবং চতুর্থ তলায়। বিশ্ববিদ্যালয়ে অগ্নি কাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা কমপক্ষে ১৪ জন। আহত হয়েছে আরও ১৮ জন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করে এবং সফলও হয়। তবে ততক্ষনে যা হাওয়ার তা হয়ে গিয়েছিল। অগ্নি কাণ্ডের সময় বিশ্ব বিদ্যালয়ের আবাসনে ভিতরে ছলেন অসংখ্য পড়ুয়া এবং অধ্যাপক। তাদের মধ্যেই অনেকে অগ্নি দগ্ধ হয়ে মারা যান।

কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রথমিক তদন্ত অনুযায়ী মূলত বৈদ্যুতিক সট সার্কিটের কারণে আগুন লাগে। কুর্দিস্তান প্রদেশের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি আগুনের সঠিক কারণ জানার নির্দেশ দিয়েছেন।

Related Articles