আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ট্যাঙ্কারে ড্রোন হামলা      

Iran Attack Tanker

The Truth of Bengal: ভারত মহাসাগরে বাণিজ্যিক একটি জাহাজের রাসায়নিক ট্যাংকারে ইরান থেকে ছোড়া একটি ড্রোন হামলা করেছে বলে জানাগিয়েছে। ইরান এই ড্রোন হামলাটি করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পেন্টাগনের একজন মুখপাত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে, জাপানের মালিকানাধীন ‘কেম প্লুটো’ নামে মোটরচালিত জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা ছিল। নেদারল্যান্ডস পরিচালিত রাসায়নিক ট্যাংকারটিতে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ইরান থেকে আসা ড্রোনটি আঘাত করে।

ভারত উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ড্রোনটি ওই ট্যাংকারে আঘাত আনে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইন–ইসরায়েল সংঘাত শুরুর পর আঞ্চলিক যে উত্তেজনা চলছে, এ ঘটনা জজ্ঞে ঘি ঢালার কাজ করবে বলে বিশেষজ্ঞদের মত। এর ফলে ভারত মহাসাগরে বানিজ্যিক জাহাজ চলাচলে নতুন ঝুঁকি তৈরি হওয়ায় জাহাজ চলাচলে তার প্রভাব পরবে বলে বিশেষজ্ঞদের মত।

গাজায় ইসরায়েলের হামলার প্রকাশ্যে সমালোচনা করেছে ইরান সরকার ও তাদের সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালাল ইরান। এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্যাংকারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানাগিয়েছে। রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধিদলের মুখপাত্র এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Articles