Canada: কানাডায় গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ৩ ভারতীয় ট্রাক চালক
গত ৭ অক্টোবর, কিন্তু দীর্ঘ তদন্তের পর প্রায় দুই মাস পরে শুক্রবার তাঁদের গ্রেফতার করা হয়।
Truth of Bengal: কানাডার ব্রাম্পটনে দুই ট্রাক চালক গোষ্ঠীর মধ্যে বচসার জেরে গুলি চালানোর অভিযোগে তিন ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ। ঘটনাটি ঘটেছিল গত ৭ অক্টোবর, কিন্তু দীর্ঘ তদন্তের পর প্রায় দুই মাস পরে শুক্রবার তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন অভিযুক্ত হলেন মনজ্যোত ভাট্টি (২৬), নভজ্যোত ভাট্টি (২৬) এবং আমানজ্যোত ভাট্টি (২২)। জানা গিয়েছে, অন্য একটি ট্রাক চালকদের গোষ্ঠীর সঙ্গে এই তিন যুবকের প্রথমে বচসা শুরু হয়। সেই সময় মনজ্যোত বন্দুক বের করে গুলি চালায়, যার ফলে একজন ব্যক্তি আহত হন।
ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তদন্তে নামে। দীর্ঘ তদন্তের মাধ্যমে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে পুলিশ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা সংগ্রহ করে এবং অবশেষে শুক্রবার তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, মনজ্যোতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা, গুলি চালানো সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে তাঁদের আদালতে হাজির করানো হলে বিচারক শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছেন।
এদিকে, পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় যুক্ত আরও এক অভিযুক্ত এখনও পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পলাতক অভিযুক্তকে ধরতে সাধারণ মানুষের সাহায্য চেয়ে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে ক্যানাডার পুলিশ।






