
Truth Of Bengal: সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ব়্যাব-১ হোয়াটসঅ্যাপে এই কথা জানিয়েছে। সেখানে বলা হয়, ব়্যাব ১ ও বড্যাব ২ তাঁকে গ্রেফতার করেছে।
সোমবার রাতে ঢাকার মহম্মদপুর এলাকা থেকে নরসিংদী-৩ আসনের প্রাক্তন সাংসদ সিরাজুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে বরগুনা-১ আসনের প্রাক্তন সাংসদ ধীরেন্দ্রনাথ শম্ভুকেও।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয়।
এ বিষয় সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা ও হিংসা চালানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তিনি অভিযুক্ত। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ইয়াহইয়া চৌধুরী। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।