প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা জগন মোহন রেড্ডির পার্টির যুব নেতাকে
Youth leader of Jagan Mohan Reddy's party hacked to death in public street

The Truth Of Bengal : অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির পার্টি ওয়াইএসআর কংগ্রেসের এক যুবনেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার বিনুকোন্ডা শহরে। ওয়াই এস আর কংগ্রেসের ওই নিহত যুবনেতার নাম শেখ রশিদ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে জগনমোহন রেড্ডির দলের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলায় বিক্ষোভ সংগঠিত করছেন ওয়াই এস আর কংগ্রেসের সমর্থকরা।
প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা জগন মোহন রেড্ডির পার্টির যুব নেতাকে pic.twitter.com/xeygZ80ZyB
— TOB DIGITAL (@DigitalTob) July 18, 2024
জানা গিয়েছে, যখন ওই যুবনেতাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করা হয় তখন তা ভিডিওগ্রাফি করা হয়। সেই নৃশংস হত্যার ছবি তোলা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে শেখ জিলানির নাম উঠে এসেছে। ওই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে ওয়াই এস আর কংগ্রেসের ওই যুবনেতাকে হত্যা করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত জিলানি যুব নেতা রশিদের ঘাড়ে মারাত্মক আঘাত করার আগে তার দুটি হাত কেটে দেয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশ প্রধান কাঞ্চি শ্রীনিবাস রাও জানিয়েছেন প্রাথমিক তদন্তে এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে কোন ব্যক্তিগত শত্রুতা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের পিছনে রাজনীতির যোগ নেই বলেই প্রাথমিক ধারণা।
তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনার পিছনে সঠিক কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।