দেশ

কংগ্রেসে যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া

Wrestlers Vinesh Phogat, Bajrang Punia joined Congress

Truth Of Bengal: কংগ্রেসের যোগ দিলেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া শুক্রবার দিল্লির রাজাজি মার্গে আইএমসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে তার আগেই রেলের চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন ভিনেশ ফোগট।

হরিয়ানায় বিধানসভা নির্বাচন আসন্ন। এমতাবস্থায় বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন ভিনেশ এমন জল্পনা অনেক আগেই ছিল। সেই জল্পনা কে উসকে এবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই তারকা কুস্তিগির।

কিছু দিন আগে অ্যাথলেট এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেসি ভেনুগোপালের মধ্যে রাহুল গান্ধীর বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কুস্তিগীর এবং রাহুল গান্ধী উভয়েই প্রায় ৪০ মিনিটের জন্য একটি বৈঠক করেন। এরপর গুজব ছড়িয়ে পড়ে যে কুস্তিগীররা কংগ্রেসের টিকেটে আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

যেহেতু হরিয়ানায় বিধানসভা নির্বাচন আসন্ন সেহেতু ফোগাট এবং পুনিয়ার মতো উচ্চ-প্রোফাইল ক্রীড়াবিদদের এহেন বৈঠকে অংশগ্রহন স্বাভাবিকভাবেই সাধারন মানুষকে প্রভাবিত করতে পারে। উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উভয় ক্রীড়াবিদই প্রতিবাদে যোগ দিয়েছিলেন।

শুক্রবার বেলা ১ টা নাগাদ রেলের চাকরি থেকে ইস্তফা দেন ভিনেশ। নিজের এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি পোস্ট করে তিনি লেখেন, “রেলকে সেবা করাটা আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশকে সেবা করার যে সুযোগ রেল আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”

ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উভয়েই প্রতিবাদে যোগ দেন

পুনিয়া হলেন টোকিও গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী একজন খেলোয়াড়। ভিনেশ হলেন অলিম্পিকের ফাইনালে পৌঁছানো  প্রথম মহিলা কুস্তিগীর। পুনিয়া এবং ফোগাট উভয়েই ২০২৩ সালে প্রাক্তন বিজেপি সাংসদ এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) এর প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন।

Related Articles