দেশ

কংগ্রেসে যোগ দিতেই খুনের হুমিক পেলেন কুস্তিগির বজরং পুনিয়া!

Wrestler Bajrang Punia received death threats to give energy to the Congress!

Truth Of Bengal: বিদেশি নস্বর থেকে খুনের হুমিক পেলেন কুস্তিগিরবক্সার বজরং পুনিয়া। সদ্য তিনি কংগ্রেস দলে যোগ দিয়েছেন। এমনিক দলে গুরত্বপূর্ণ পদ পেয়েছেন। এরই মাঝে খুনের হুমিক পেলেন। অভিযোগ এক বিদেশী অচেনা নম্বর থেকে বজরং পুনিয়ার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে।হোয়াটসঅ্যাপে মেসেজ বলা হয়েছে “বজরং, কংগ্রেস ছাড়ুন নাহলে তোমার ও তোমার পরিবারের জন্য ফল ভালো হবে না। ভোটের আগে এটাই আমাদের শেষ মেসেজ। যেখানে পারো অভিযোগ জানাও। কিন্তু আমাদের কথা না শুনলে বুঝিয়ে দেব আমরা কী করতে পারি।”

এই ঘটনায় ইতিমধ্যেই বাহালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন অলিম্পিকে পদকজয়ী পুলিশে কুস্তিগির বজরং পুনিয়া। সোনিপথ পুলিশ জানিয়েছেনবজরংয়ের হুমকি বার্তা সম্পর্কে তাঁরা জানেন। পাশাপাশি বজরংয়ের সুরক্ষা সুনিশ্চত করা হবে। কুস্তিগিরকে হুমকির ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাহানিও জানিয়েছেন এই ঘটনারপুর্ণাঙ্গ তদন্ত করা হবে। যে বা যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া।দিল্লির রাজাজি মার্গে আইএমসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে তার আগেই রেলের চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন ভিনেশ ফোগট। ইতিমধ্যেই কংগ্রেসে টিকিট পেয়েছেন। অন্যদিকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের কার্যকরী সভাপতি হিসাবেবজরং পুনিয়া নিযুক্ত করা হয়েছে।

Related Articles