দেশ

কে হবেন বিরোধী দলনেতা? আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

Who will be the leader of the opposition? Congress working committee meeting today

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে থাকবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ এআইসিসি সদস্যরা। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে চলেছে এদিনের বৈঠকে। লোকসভা নির্বাচনে দলের ফলাফল পর্যালোচনা হওয়ার কথা আজকের বৈঠকে। ভবিষ্যতে কংগ্রেসের পদক্ষেপ কি হবে তাও আলোচনায় উঠে আসার সম্ভাবনা। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল যথেষ্টই ভালো হয়েছে। গতবারের আসনের তুলনায় এবার ডাবলের বেশি বাড়িয়ে নিয়েছে। সারাদেশে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৯ জন জয়ী হয়েছেন। অন্যদিকে বিজেপি এবারের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। জোট নির্ভর সরকার গড়ে উঠতে চলেছে কেন্দ্রে। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা।

এই সুযোগে কংগ্রেস কেন্দ্রকে চাপে রাখতে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে। আজকের বৈঠকে তা নিয়ে পরিকল্পনা রূপায়ণ করতে পারেন কংগ্রেসের শীর্ষ নেতারা। জোট সরকারকে চাপে রাখতে একাধিক পরিকল্পনা নিতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এ দিনের বৈঠকে কে বিরোধী দলনেতা হবেন তা নিয়েও আলোচনা হতে পারে। কংগ্রেসের একটা বড় অংশ চাইছে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হোক। আর তাহলে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে আরও চাপে রাখা সম্ভব হবে। আজ ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই প্রস্তাব রাখতে চলেছেন এআইসিসি সদস্যরা। সূত্রের খবর, রাহুল গান্ধীকে মুখ করেই পার্লামেন্টে নরেন্দ্র মোদির বিরুদ্ধে জোরালো বিরোধী মুখ করে তুলতে চাই কংগ্রেস। সেই প্রস্তাব আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় পেশ হতে চলেছে। নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা হবে এদিন। আরো ২০-৩০ টি আসন কংগ্রেসের দখলে যেতে পারত নির্বাচনে।

কয়েকটি রাজ্যে বেশকিছু দুর্বলতার কারণে ও গোষ্ঠী কোন্দলের কারণে তা সম্ভব হয়নি বলে মনে করে এ আইসিসির একাংশ। যদি সেই দুর্বলতা কাটানো সম্ভব হতো বা দলীয় কোন্দল বন্ধ করা যেত তাহলে কংগ্রেসের ফল আরো ভালো হতো বলে মনে করেন তারা। আগামী দিনে সেই দুর্বলতা ও দ্বন্দ্ব কাটিয়ে উঠতে আরও কড়া মনোভাব  নিতে চায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি। এদিনের বৈঠকে ইন্ডিয়া জোট আরও সংঘবদ্ধ করে রাখার বিষয়ও আলোচনা হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বিশেষ কোন নেতাকে জোটের নেতাদের সঙ্গে যোগসূত্র বজায় রাখার দায়িত্ব দেওয়া হতে পারে। এমনিতেই সেই দায়িত্ব বর্তমানে সামলাচ্ছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জু খাড়গে। বিষয়টিকে আরও সঙ্ঘবদ্ধ করতে বিশেষ ভাবনা রয়েছে কংগ্রেসের। এদিন ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Related Articles