এস সোমনাথের জায়গায় ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণন, মহাকাশ গবেষণায় বাড়তি জোর
V Narayanan is the new ISRO chairman, replacing S Somnath, with increased focus on space research

Truth Of Bengal: ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণ। তিনি এস সোমনাথের জায়গায় দায়িত্বে এলেন। ইসরোর দায়িত্ব সামলানোর পাশাপাশি মহাকাশ বিভাগের সচিবের দায়িত্বে থাকবেন। স্পেস কমিশনরেও দেখভাল করবেন তিনি ১৪জানুয়ারি তিনি দায়িত্ব ভার নেবেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
কেরলের তিরুবন্তপুরমে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, ভারতের মহাকাশ বিজ্ঞানের বিকাশের রোডম্যাপ প্রস্তুত রয়েছে।আশা করা হচ্ছে,দেশের উচ্চমানের মেধার সাহায্যে ইসরো উন্নত পর্যায়ে পৌঁছে যাবে। দেশ মহাকাশের গবেষণা ও তথ্য সংগ্রহে আলাদা দিশা পাবে বলেও আশা করা হচ্ছে।
তামিলনাড়ুতে জন্ম নেন নারায়ণন। তিনি নানা গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অভিযানে অবদান রেখেছেন। নারায়ণের ভূমিকার কথা মাথায় রেখে এই বহুমুখী ভূমিকায় তাঁকে বসানো হচ্ছে বলে জানা যাচ্ছে । মূলত প্রপালশন সিস্টেমের উপর কাজ করেছেন তিনি। লঞ্চযানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও বিজ্ঞান সাধনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এই মহাকাশ বিজ্ঞানী। ইসরোর গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। গগন- যানের জন্য জাতীয় স্তরের মানব রেট সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন নারায়ণ।