দেশ

দাসত্বের চিহ মুছে দিতে চান মোদি, দণ্ডসংহিতা বিল পেশ করে জানালেন শাহ

union home minister amit shah presented the penal code bill

The Truth Of Bengal : ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দাসত্বের সব চিহ্ন মুছে দিতে চলেছেন। স্বাধীনতার পরে নরেন্দ্র মোদির সরকারই এক মাত্র ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে।’ বুধবার দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি বিল নিয়ে লোকসভায় বিতর্কের সূচনা করে এই কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিল তিনটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জঙ্গি দমনে কঠোর পদক্ষেপের জন্য এই তিনটি বিল আনা হয়েছে।’

গত ১১ আগস্ট সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেছিলেন। সেদিন তিনি জানিয়েছিলেন, ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ দিয়ে। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ দ্বারা এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় সাক্ষ্য বিল’-এ। এরপর বিল তিনটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়।

কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-সহ একাধিক বিরোধী দল বিল পাশে তাড়াহুড়ো নিয়ে আপত্তি তুলেছিল। এরপর তিনটি বিল প্রত্যাহার করেছিল কেন্দ্র। সেই বিল তিনটি এবার পেশ করা হল কার্যত বিরোধী-শূন্য সংসদে। শীতকালীন অধিবেশনে লোকসভায় নতুন দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সেই বিল পেশ করা হল। বিরোধী-শূন্য সংসদে এই বিল পাস এখন সময়ের অপেক্ষা।

 

FREE ACCESS

Related Articles