দক্ষিণ ভারতের গরম থেকেও রেহাই নেই, সানস্ট্রোকে মৃত্যু ২ জনের
Uncomfortable heat in South India, 2 people die of sunstroke in Kerala

The Truth of Bengal: গরমে নাজেহাল গোটা দক্ষিনবঙ্গ। রোজই চলছে তাপপ্রবাহ। তবে এপ্রিলের এই গরম শুধুমাত্র দক্ষিনবঙ্গেই নয়, দেশের অন্য জায়গাতেও মাত্রাতিরিক্ত অস্বস্তি বাড়িয়েছে। দক্ষিন ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশের মানুষেরই এই তীব্র দহনে নাজেহাল অবস্থা। এমনকি যেসমস্ত জায়গায় কোনও সময়ই এমন গরম পড়ে না, সেইসমস্ত জায়গাতেও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। কোথোও কোথাও আবার তার চেয়েও বেশি। আপাতত সব থেকে বেশি গরমের দাপট রয়েছে কেরলে। ইতিমধ্যেই রবিবার তন্নুড় ও পালক্কড় থেকে ২ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে।
ময়ানাতদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে সানসস্ট্রোকেই মৃত্যু হয়েছে তাদের। যাঁদের মধ্যে একজনের বয়স ৯০ বছর। মৌসমভবন সূত্রে খবর, আগামী পাঁচদিন তাপমাত্রা থাকবে পালক্কড জেলাতে ৪১ ডিগ্রিরও বেশি। কোল্লাম ও ত্রিশুড়ে পারদ ৪০-এর উপরে থাকবে বলে খবর। ১২ টি জেলায় আগামী ৫ দিনে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণেই সানস্ট্রোকের সম্ভাবনা প্রবল থাকছে বলে আবহবিদরা মনে করছেন। প্রসঙ্গত, কেরল, তামিলনাড়ু, বেঙ্গালুরু ও মহারাষ্ট্রে সাধারনত এই ধরণের গরম পড়ে না।
চলতি ব,ছর এপ্রিলে সেইসমস্ত জায়গাতেও ৩৮-৪১ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ। চলতি বছরের এপ্রিলে আল্লপুঝা ও মাথেরানে সর্বোচ্চ পারদ চড়েছিল ৩৮ ও ৩৯ ডিগ্রি সেলসিয়াস। লাক্ষাদ্বীপ চলতি বছর এপ্রিলেই ৩৬.৬ ডিগ্রি। যা রীতিমতো বিরল। অন্ঝ্রপ্রদেশে ৪১ ডিগ্রির পারদও ছাড়িয়েছে। যে গরম এর আগে কখনও এই জায়গাগুলোতে .দেখা যায়নি। এছাড়া ওড়িশার কটক, পশ্চিমবঙ্গের ক্যানিং, ডায়মন্ডহারবার এবং তামিলনাড়ুর ধর্মপুরীতে এপ্রিলের তাপমাত্রা ছিল ৪১-৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে ইতিমধ্যেই মৌসমভবন পূর্বাভাস দিচ্ছে, অন্তত ১ মে-র আগে স্বস্তির বৃষ্টির দেখা পাওয়া যাবে না।