অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ,ত্রিপুরায় ধৃত দুই রোহিঙ্গা
Two Rohingyas arrested in Tripura for illegally entering India

Truth of Bengal: বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ত্রিপুরার গোমতি জেলায় দুই রোহিঙ্গাকে ধরা হয়েছে। শনিবার এই খবর জানিয়েছেন বিএসএফ-এর এক কর্মকর্তা। বাংলাদেশের কক্সবাজার থেকে আসা এই দুই রোহিঙ্গা শুক্রবার গোমতী জেলার কোরবুক এলাকায় ধরা পড়েন। বিএসএফ আধিকারিক জানিয়েছেন, খবর পেয়ে বিএসএফ কর্মীরা কোরবুক বাসস্ট্যান্ডে দুই জনকেই ধরে ফেলেন। তাঁরা বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন।
ভারতে প্রবেশের কারণ সম্পর্কে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, আটককৃত রোহিঙ্গারা উভয়েই কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে বসবাস করছিলেন এবং তাঁদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, মোবাইল ফোন ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে, শুক্রবার ত্রিপুরায় বিএসএফ জওয়ানরা বিভিন্ন আন্তঃসীমান্ত চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করার পাশাপাশি ৪.৭৬ লক্ষ টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তে অপরাধ ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ কর্তা জানান, কারবুক মহকুমা বাংলাদেশের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সঙ্গে ৪৯ কিলোমিটার সীমান্ত ভাগ করেছে এবং সীমান্তে অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।