দেশ

মহিলাকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা! উত্তপ্ত মহারাষ্ট্র

Try to burn the woman after the rape allegation in Maharashtra

Truth Of Bengal: ফের ধর্ষণের পর খুন নিয়ে উত্তপ্ত মহারাষ্ট্র। থানেয় এক ব্যক্তি ২৭ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণ করার পর তাঁকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ওই মহিলাকে জ্বলন্ত সিগারেট ও গরম ভাতের ফ্যান দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগও উঠেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, পুলিশ ৩৮ বছর বয়সি ওই অভিযুক্ত এবং তার মা-সহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত চার বছর আগে অর্থাৎ ২০২১ সালে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব হয় দু’জনের। উল্লাসনগর শহরের বাসিন্দা অভিযুক্ত স্থানীয় বাসিন্দার সঙ্গে অভিযোগকারী মহিলার ফেসবুকে বন্ধুত্ব হয়েছিল। পরে অভিযুক্ত ওই মহিলাকে শহরের একটি লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ভিট্টলওয়াড়ি থানার এক অফিসার জানিয়েছেন, অভিযুক্তরা ওই মহিলার একটি আপত্তিকর ভিডিও তৈরি করে এবং অনলাইনে আপলোড করার হুমকি দিয়ে তাঁকে আরও কয়েকবার ধর্ষণ করে। পাশাপাশি আধার এবং প্যান কার্ড ছিনিয়ে নেওয়া হয়। এরপর নির্যাতিতাকে বাধ্য করা হয় অভিযুক্তকেকে বিয়ে করতে। পরে, অভিযুক্ত এবং তার মা মহিলাটিকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ে যায়, যেখানে তারা তার চুল এবং ভ্রু কেটে ফেলে এবং তাকে একটি বাড়িতে আটকে রাখে। এরপর তাঁকে জ্বলন্ত সিগারেট ও গরম ফ্যান দিয়ে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়। এতে সে গুরুতর আহত হয়। অভিযুক্তরা মহিলার আধার এবং প্যান কার্ডের পাশাপাশি ব্যাঙ্কের পাসবুক কেড়ে নেয় এবং ঋণ নেওয়ার জন্য তার নথির অপব্যবহার করে।

ভিট্টলওয়াড়ি থানার অফিসার বলেছেন, মহিলাকে হুমকি দেওয়া হয়, চিনি যদি তাঁর বাবার কাছ থেকে অর্থ না নিয়ে আসেন তবে তারা তার আপত্তিকর ভিডিও অনলাইনে আপলোড করবে। মহিলা রবিবার পুলিশে অভিযোগ দায়ের করেন, যার পরে একাধিক ধারায় ওই ব্যক্তি এবং তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এবং তদন্ত চলছে।

Related Articles