
The Truth of Bengal: আগে ছিল ২০ কোটি টাকা দাবি। এবার সেই অঙ্ক বেড়ে হল ২০০ কোটি টাকা। হুমকি দিয়ে ফের মুকেশ আম্বানিকে ই-মেল করল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শুক্রবার ২০ কোটি টাকা চেয়ে যে আইডি থেকে ই-মেল এসেছিল, পরদিন সেই একই আইডি থেকেই ইমেল করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘আপনি আমাদের আগের পাঠানো ইমেলের কোনও জবাব দেননি। তাই এখন আপনাকে ২০০ কোটি টাকা দিতে হবে। যদি টাকা না পাই মৃত্যু অবধারিত।’ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, শুক্রবার যে হুমকি ই-মেল পেয়েছিলেন মুকেশ আম্বানি তাতে লেখা ছিল, ২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে।
আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে। ঘটনার পরই আম্বানির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি নিয়ে পুলিশকে জানান। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তে নামে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ৩৮৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়। এর পেছনে কোনও বড় চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই ফের মুকেশ আম্বানিকে হুমকি ইমেল করা হল। এবার আর ২০ কোটি নয়, ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে। দ্বিতীয়বার একই আইডি থেকে কে বা কারা ই-মেল করল সেটা খতিয়ে দেখা হচ্ছে।
রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। গত বছর মুকেশ ও তাঁর পরিবারকে ফোন করে হুমকি দিয়েছিল রাকেশ কুমার মিশ্র নামে এক ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ বিহার থেকে রাকেশকে গ্রেফতার করেছিল। শুধু তাই নয়, এর আগে একটি গাড়ি করে ২০টি বিস্ফোরক পাঠিয়েছিল দুষ্কৃতীরা। বারবার মুকেশ আম্বানিকে কেন এমন হুমকি দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
Free Access