দেশপ্রযুক্তি
Trending

হিমালয়ে অস্থায়ী রেডিও স্টেশন তৈরিতে চার বাঙালি

This temporary radio station will be constructed by Ham Radio at Annapurna Base Camp

The Truth of Bengal : হ্যাম রেডিও প্রাকৃতিক বিপর্যয় বা জরুরি পরিস্থিতি যে কোনো অবস্থায় প্রশাসনকে কোনো পারিশ্রমিক ছাড়া যারা সাহায্য করে। এবার এই হ্যাম রেডিও সদস্যদের নতুন অভিযান ১৭ হাজার ফুট উচ্চতায় অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ। হিমালয়ের প্রায় ১৭ হাজার ফুট উপরে অন্নপূর্ণা বেস ক্যাম্পে এই অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করবে বাংলার হ্যাম রেডিও। বিপর্যয় বা জরুরি পরিস্থিতিতে প্রশাসনের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই রেডিও স্টেশন। অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করেই সেখানে বিপর্যয় ও জরুরী পরিস্থিতি হলে কিভাবে কাজ করা হবে, মহড়া শুরু করা হবে। ভারত সরকারের সাথে ওভাবে নেপাল সরকারও এই অভিযানের অংশ হতে চলেছে। ইতিমধ্যেই, কলকাতা থেকে বুধবার নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। মাউন্ট এভারেস্টের বেস্ট ক্যাম্পের উচ্চতা ১৭ হাজার ৫৯৮ ফুট। অন্নপূর্ণা বেসক্যাম্পের উচ্চতা কিছুটা কম ১৩ হাজার ৫০০ ফুট।

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ , নেপালের ভয়াবহ ভূমিকম্প তাদের হ্যাম রেডিও সদস্যদের যে ভাবে সাফল্যের সাথে কাজ সহ সমুদ্রে বিভিন্ন অভিযানও সাফল্য লাভ করেছে সে সম্পর্কেও জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, মাউন্ট এভারেস্টে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, সব ঘটনা সবার সামনে আসে না৷ মাউন্ট এভারেস্ট এবং অন্নপূর্ণা বেস ক্যাম্পে এর আগে কোনোদিন কাজ করা হয়নি। তাই এবার অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়েই অস্থায়ী রেডিও স্টেশন করে মহড়া করা হবে। বাংলা থেকে যে চার সদস্য রওনা দিয়েছে তাদের সঙ্গে নেপালের একজন হ্যামরেডিও সদস্য থাকবে। নেপালের দূতাবাস থেকে সাহায্যের কথাও জানান তিনি। তার আশা যে এই উদ্যোগ সফল হবে।

হ্যাম রেডিওর সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়ে মহড়ার পরই তারা সেখান থেকে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে রওনা দেবেন। তারা সাথে করেই রেডিও ওয়ারলেস সেট নিয়ে যাচ্ছেন। কলকাতা থেকে তারা গাড়িতে করেই রওনা দিয়েছেন। গাড়ি করে যাওয়ার পর তারা হেঁটেই উঠবেন। নেপাল সরকারের অনুমতি নিয়ে অস্থায়ী রেডিও স্টেশন পরিচালনা করা হবে। অন্নপূর্ণা বেস ক্যাম্পে তরঙ্গের পরীক্ষা করা হবে। সমস্ত খুঁটিনাটি বিষয় পরীক্ষা করে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে হ্যাম রেডিও সদস্যরা। ভবিষ্যতে যাতে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করতে কোন বাধা না থাকে তার জন্য নিজেদের সেরাটা দেবেন বাংলার এই চার সদস্য।

Related Articles