চর্চায় দিল্লি মেট্রো, চোর সন্দেহে এক ব্যক্তিকে থাপ্পড় মারার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
The video of slapping a person suspected of being a thief is viral in the net world

The Truth Of Bengal : দিল্লি মেট্রোর তুলকালাম। মাঝে মধ্যেই ট্রেনে বা মেট্রোতে চুরি হতে দেখা যায়। সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়। তবে এবার সোশ্যাল মিডিয়াতে একটু ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। তবে সেই ভিডিও দিল্লি মেট্রোর। সেখানকার একটি মেট্রোতে চুরি হওয়ায় যাত্রীরা নিজেরাই এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। জানা গেছে, এক সহযাত্রীর ব্যাগ থেকে জিনিস বের করে নিচ্ছিলেন আরেক সহযাত্রী। যা দেখে ফেলেন আরেকজন। এরপরেই বিষয়টি জানাজানি হতেই কথাকাটাকাটি শুরু হয়। তারপরেই ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, চোর অভিযুক্ত ব্যক্তিকে থাপ্পরের পর থাপ্পর মেরে যাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিকে নিজের স্বপক্ষে বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। একের পর এক ১০ বার থাপ্পর মারা হয় তাকে। যদিও ভিডিওটি কখন তোলা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে নেটপাড়ায় রীতিমত ভাইরাল হয়েছে এই ভিডিও। দেখুন সেই ভিডিও …
Kalesh b/w Two Guys inside Delhi metro over the guy was getting slapped was caught stealing
pic.twitter.com/ssGGolkYpq— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 22, 2024
“Ghar Ke Kalesh” নামক একটি এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সকাল থেকেই প্রচুর মানুষ সেই ভিডিওতে রিয়্যাক্ট করছে বহু মানুষ। প্রায় দু হাজারের কাছাকাছি মানুষ এই ভিডিওতে রিয়াক্ট করেছেন। ভিউয়ার্স ছাড়িয়েছে প্রায় ২ লক্ষ। হচ্ছে প্রচুর কমেন্ট সাথে এই ভিডিওটি বারবার রিটুইট করা হচ্ছে। রীতিমতো শনিবার সকাল থেকে এই ভিডিওটি সোশ্যাল দুনিয়ায় সাড়া ফেলেছে।
FREE ACCESS