দেশ

‘বিয়ে’ প্রথাকে বাঁচাতে হবে! বার্তা দেশের শীর্ষ আদালতের

The tradition of 'marriage' must be saved! Message from the country's top court

The Truth Of Bengal: সারোগ্যাসি সংক্রান্ত এক মামলায় আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিয়ে নামক ভারতীয় প্রথাকে বাঁচাতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের পর্ষবেক্ষনে আরও জানানো হয়েছে সন্তানকে যেন বাবা-মায়ের পরিচয় ছাড়া বাঁচতে না হয়। সেই বার্তা দেয় দেশের সর্বোচ্চ আদালত।

বিয়ে না করেই সন্তান নেওয়ার প্রবণতা বাড়ছে। অর্থ্যাৎ অবিবাহিতরা তারা সন্তান দত্তক নিচ্ছে কেউবা স্যারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছে। এর ফলে ভারতীয় বিয়ে নামক প্রথার গুরুত্ব কমছে। যা নিয়ে আপত্তি জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।উল্লেখ্য, এমএনসি সংস্থায় কর্মরত এক মহিলা। ভারতের স্যারোগেসি সংক্রান্ত আইনের একটি সেকশন নিয়ে আপত্তি জানিয়ে মামলা দায়ের করেছিল। স্যারোগেসি আইনের ২ নম্বর ধারা নিয়ে আপত্তি জানিয়ে মামলা করা হয়। ভারতীয় আইন অনুযায়ী, কোনও অবিবাহিত মহিলা স্যারোগেসির মাধ্যমে সন্তান নিতে পারেন না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষনে বলা হয়, অবিবাহিত হয়ে সন্তান দত্তক নেওয়া বা স্যারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে। সে ক্ষেত্রে বিয়ের প্রয়োজনীয়তা কমছে অনেকাংশে। কিন্তু বিয়ে নামক এই ভারতীয় প্রথার গুরুত্ব যাতে কমে না যায়, সেই বার্তা দেয় দেশের সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য, এক ৪৪ বছর বয়সী মহিলা স্যারোগেসির মাধ্যমে সন্তান নিতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। আর্জি খারিজ করে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘পশ্চিমি দেশগুলিতে বিবাহ বহির্ভূত সন্তান অত্যন্ত সাধারণ বিষয়। কিন্তু ভারতে বিয়ে নামক প্রথা আছে, তা যেন সেই পথে এগিয়ে না যায়।’ সবমিলিয়ে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষকে বিয়ের নামক ভারতীয় প্রথাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

Related Articles