দেশরাজ্যের খবর
Lok Sabha Election 2024 : তৃতীয় দফার ভোটের নোটিফিকেশন শুক্রবার, যে যে রাজ্যের জন্য জারি হচ্ছে নোটিফিকেশন
Lok Sabha Election 2024 : The third phase poll notification is on Friday, for which the notification is being issued for each state

The Truth Of Bengal : আগামী মাসের ৭ তারিখে তৃতীয় দফার নির্বাচন। ওইদিন পশ্চিমবঙ্গ ছাড়াও নির্বাচন রয়েছে আসাম, বিহার, ছত্রিশগড়, দাদরা ও নগর হাভেলি, দমনদিউ, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গের মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে ৭ মে তৃতীয় দফায়।
তৃতীয় দফার নির্বাচনের জন্য শুক্রবার জারি হচ্ছে নোটিফিকেশন। প্রার্থীরা এইদিন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল।
দ্বিতীয় দফায় গোটা দেশে ৯৪ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল জোরদার প্রচারে নেমে পড়েছে।