দেশ

জাতীয় মহিলা কমিশনের নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল মোদি সরকার

The Modi government has announced the name of the new chairman of the National Commission for Women

Truth Of Bengal: জাতীয় মহিলা কমিশনের নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল মোদি সরকার। বিজেপি নেত্রী বিজয়া কিশোর রাহাতকর হচ্ছেন জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারম্যান। প্রাক্তন বিজেপি নেত্রী রেখা শর্মার স্থলাভিত্তিক হচ্ছেন তিনি। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।

কে এই বিজয়া কিশোর রাহাতকর

৬৫ বছর বয়সি বিজয়া কিশোর রাহাতকর বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক পদে রয়েছেন তিনি।দীর্ঘ বছর ধরে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান ছিলেন বিজয়া কিশোর। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি হন বিজয়া।

বিজয়া কিশোর পুনে বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে ‘বিধেলিখিত’ (মহিলাদের আইনী বিষয়ে) এবং ‘ঔরঙ্গাবাদ: লিডিং টু ওয়াইড রোডস’। নারীর ক্ষমতায়নে তার অবদান জাতীয় আইন পুরস্কার এবং একটি জাতীয় সাহিত্য পরিষদ থেকে সাবিত্রীবাই ফুলে পুরস্কার সহ তাকে স্বীকৃতি দিয়েছে।

মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন প্রাক্তন বিজেপি নেত্রী রেখা শর্মা। তাঁর কার্যকাল শেষ হয়েছে গত ৬ আগস্ট। তারপর এতদিন ওই পদটি শূন্য ছিল। রেখার মেয়াদ শেষের এক মাসেরও বেশি সময় পর জাতীয় মহিলা কমিশনের নয়া চেয়ারম্যানের নাম ঘোযণা করল কেন্দ্র।

কেন্দ্রের অনুমোদনের পর মহিলা কমিশনের তরফে শনিবার এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে শ্রীমতি বিজয়া কিশোর রাহাতকরকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার।