আর্থিকবৃদ্ধিতে আচ্ছেদিনের স্বপ্ন অধরা, কেন্দ্রীয় বাজেটে স্বস্তি পাবে আমজনতা?
The dream of economic growth is elusive, will the people get relief from the central budget?

Truth Of Bengal: শনিবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের আগে পেশ করা অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে জিডিপির হার নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর্থিক বৃদ্ধি ৬.৩ শতাংশ থেকে ৬.৮ শতাংশের মধ্যে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারতের স্বপ্নফেরি করলেও বিরোধীদের প্রশ্ন, মূল্যবৃ্দ্ধি আর বেকারত্বের যন্ত্রণা কি কমবে। বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, গতবার বেকারত্ব দূরীকরণে একটি প্রকল্প নেওয়া হয়েছিল, সেটা কতটা সফল হল তা এবারের বাজেটে জানা যাবে।
শুক্রবার শুরু হল সংসদে বাজেট অধিবেশন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন সাধারণ বাজেট।তার আগে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, ভারত গোটা বিশ্বে আলাদা মর্যাদা পেয়েছে। পরনির্ভরতা কমেছে আগের তুলনায়। ১০বছরে বিদেশী শক্তির ইন্ধন দেখা যায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে নারী শক্তির ক্ষমতায়নের কথা শোনা গেছে প্রধানমন্ত্রীর গলায়।তিনি আশাপ্রকাশ করেন, ভারতের স্বাধীনতার শতবর্ষ পূর্ণরূপে বিকশিত ভারতের আত্মপ্রকাশ হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে কেন্দ্রের সরকার।তিনি বোঝাতে চান, ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। সেকারণেই বিদেশি হস্তক্ষেপও কমছে। প্রধানমন্ত্রী যখন স্বপ্নের ভারত গড়ার পক্ষে সওয়াল করছেন,তখন আর্থিক বৃদ্ধির অনুজ্জ্বল ছবিটা আমাদের নজরে এল।
অর্থনীতিবিদ অভিরূপ সরকার তাই আশা করছেন,এবারের বাজেটে যুবসমাজের অগ্রগতি নিয়ে কোনও ভালো কিছু থাকতে পারে। শিল্পমহলের মানুষেরা বলছেন, জিএসটির বোঝা কমানো হোক। না হলে শিল্প-বাণিজ্যের আশানুরূপ বিকাশ হবে না। করের সরলীকরণ বা করের অঙ্ক কমলে,কৃষি থেকে কৃষিভিত্তিক শিল্প অনেকটাই চাঙ্গা হবে। আর জিনিসের দাম কমলে, জনতার স্বচ্ছলতা ফিরবে বলেও আশা আমজনতার।
বেকারত্ব কমানো থেকে আমজনতার জীবনযাত্রার মাণোন্নয়নে কেন্দ্রীয় বাজেট কোনও প্রকৃত দিশা দেখায় কিনা তাও দেখার। সার্বিক উন্নয়নের স্বপ্ন বাস্তবায়িত করা যে এনডিএ সরকারের বড় চ্যালেঞ্জ,তা মনে করছেন অর্থনীতিবিদরা।