একদিকে যোগী রাজ্য অন্য দিকে তেলেঙ্গানা, একদিনে দুই রাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা
terrible road accidents in two states in one day

The Truth Of Bengal : ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের দুই রাজ্যে। যোগী রাজ্যে পরপর দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেছে ৬ জনের। যাদের মধ্যে রয়েছে ২ জন শিশু। দুর্ঘটনার কবলে পড়ে আহত বহু। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক বলে জানা গেছে। দুটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশ বালিয়া এলাকায়। ভোর সাড়ে ৩ টে নাগাদ বালিয়ার বাইরিয়া থানার সামনে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে জোড়াল সংঘর্ষ হয় দুটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে একটি ট্রাকের।
পুলিশ সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ওই গাড়ি দুটি। গাড়িতে ছিল বেশ কয়েকজন যাত্রী। সেই সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়ি দুটির। ভেঙে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গারিগুলি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ ও অ্যাম্বুলেন্স। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে জেলা হাসপাতালে। পরে কয়েক জনকে স্থানান্তরিত করা হয় বারাণসির হাসপাতালে। কি কারণে দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে বালিয়ার থানার পুলিশ । অন্যদিকে তেলেঙ্গানায় দুই গাড়ির সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।
এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং পরে অপর এক গাড়ির সঙ্গে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সিদ্দিপেট থেকে হায়দরাবাদের দিকে যাওয়ার সময় হাইওয়েতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত ৪ জনের মধ্যে গুরুতর জখম ২ জন। ইতিমধ্যেই ৪ জনকেই ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
FREE ACCESS