ধোঁয়াশায় অদৃশ্য তাজমহল দূষণের জেরে বন্ধ প্রাথমিক স্কুল
Taj Mahal invisible in smog, primary school closed due to pollution

Truth of Bengal: দূষণের চাদরে ঢাকল দিল্লি। শুক্রবার সকালেই দিল্লির আনন্দ বিহারে বাতাসের AQI পৌঁছয় ৪৪১-এ। বন্ধ সমস্ত নির্মাণকাজ। নিষেধাজ্ঞা জারি BS-3 পেট্রল ও BS-4 ডিজেলচালিত গাড়ি চলাচলের উপর। কালো ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে যায় তাজমহলও। এই নিয়ে তিনদিন কুয়াশায় ঢাকল দিল্লির আকাশ। অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে যায় রাজধানীর বাতাসের গুণমান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রন পর্ষদ সূত্রে খবর, শুক্রবার সকাল ৬টায় দিল্লির আনন্দবিহারে বাতাসের একিউআই পৌঁছয় ৪৪১-এ। বায়ানা, দ্বারকা সেক্টর ও জাহাঙ্গীরপুরে বাতাসের গুণমান পৌঁছয় খারাপ পর্যায়ে।
তারজেরে বিগত দুদিন ধরে বিমান পরিষেবা ব্যাহত। দূষণের পরিমান এমন মারাত্মক হওয়ার কারণেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি প্রশাসন। দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত সেক্ষেত্রে অনলাইনই ভরসা পড়াশোনার ক্ষেত্রে। এদিন সকাল ৮টা থেকেই দিল্লির সমস্ত নির্মানকাজে স্থদিতাদেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিএস-3 পেট্রল ও বিএস-4 ডিজেলচালিত গাড়ি না চালানোর নির্দেশিকা জারি হল। তারজন্যই দিল্লিতে চলছে ৪০টির বেশি মেট্রো। দূষণের মাত্রা চরমে পৌঁছলে ঘন কুয়াশায় অদৃশ্য হয় তাজমহল।
যা দেখে হতাশ হয়ে ফিরতে হয়েছে বহু পর্যটককে। IITM পূর্বাভাস দিয়েছে, আগামী ছয় দিনও এই পরিস্থিতির উন্নতি হবে না। দূষণের জেরে ব্যাহত হয় উড়ান পরিষেবাও। তবে দিল্লিতে এই পরিস্থিতি তৈরি আচমকা হয়নি। গত মাসেই শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে সুরু হয়েছিল। ক্রমশ কমতে শুরু করেছিল বাতাসের গুণমান সূচকও। এই দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করার অন্যতম কারণই হল উত্তরপ্রদেশের কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ানো।