দেশ

দিল্লিতে দূষণের জেরে অদৃশ্য তাজমহল, বন্ধ সমস্ত প্রাথমিক স্কুল

Taj Mahal invisible due to pollution in Delhi, all primary schools closed

Truth Of Bengal: পরপর তিন দিন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে আছে দিল্লি, এবং শহরের বায়ু মান এমন পর্যায়ে পৌঁছেছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক। দূষণের কারণে ইতিমধ্যেই দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশায় ঘেরা থাকায় তাজমহল কার্যত অদৃশ্য, যা দেখে হতাশ হয়ে ফিরতে হয়েছে বহু পর্যটককে। IITM পূর্বাভাস দিয়েছে, আগামী ছয় দিনও এই পরিস্থিতির উন্নতি হবে না।

শুক্রবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, দিল্লির বিভিন্ন এলাকার AQI বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। আনন্দ বিহারে ৪৪১, বাওয়ানায় ৪৫৫, দ্বারকা সেক্টরে ৪৪৪ এবং জাহাঙ্গিরপুরীতে ৪৫৮-এর মতো উচ্চমাত্রায় পৌঁছেছে AQI, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

প্রশাসন দূষণ কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, BS-III পেট্রল ও BS-IV ডিজেলচালিত গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পাঠের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, শহরে অতিরিক্ত ৪০টি মেট্রো চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

বাতাসে দূষণের মাত্রা এতটাই যে, কালো ধোঁয়াশায় ঢেকে গিয়েছে তাজমহল। দূষণের কারণে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে।

প্রসঙ্গত, শীতের শুরুতেই দিল্লির বায়ু মান ক্রমশ খারাপ হতে থাকে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকদের খড় পোড়ানোর ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।

Related Articles