রাজ্যের অধিকার রক্ষায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
Supreme Court's historic verdict protects state rights

Truth Of Bengal: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। তামিলনাড়ু-র রাজ্যপাল আরএনরভি ডিএমকে সরকারের ১০টি বিল আটকে রাখায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। জেবি পারদিওয়ালার ডিভিসন বেঞ্চ নির্বাচিত সরকারের পাস করা বিল আটকে রাখাকে বেআইনিও স্বেচ্ছাচারি সিদ্ধান্ত বলে তোপ দেগেছে। বাংলা সহ অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যের কাছে এই নির্দেশ বার্তাবাহী বলে আইনজ্ঞরা মনে করছেন।
অবিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে প্রায়শই রাজ্যপালদের হস্তক্ষেপের অভিযোগ ওঠে।রাজ্য-রাজ্যপাল সংঘাতও যার জন্য প্রকাশ্যে আসে। বাংলাতেও উপাচার্য নিয়োগ, বিধায়কদের শপথ সহ একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল বিরোধ সামনে আসে।সেই বিরোধের মাঝেই দেখা যায়,তামিলনাড়ুর রাজ্যপাল আরএনরবি রাজ্য বিধানসভায় পাস করা ১০টি বিল আটকে রেখে দেন।
সিবিআইয়ের প্রাক্তন আধিকারিকও আইপিএস আরএনরবি রাজ্যপাল হিসেবে একুশে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবিজেপি সরকারের সঙ্গে তাঁর মতভেদ প্রকাশ্যে আসে। এবার বিধানসভার বিল আটকে রাখার মতো গুরুতর অভিযোগ ওঠায় তার হেস্তনেস্ত চায় ডিএমকে সরকার। এমনিতেই ভাষা সহ নানা ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত দানা বেঁধেছে।তারমাঝে রাজ্য –রাজ্যপাল বিরোধ আলাদা মাত্রা জোগায়।কিন্তু শীর্ষ আদালতে তামিলনাড়ু সরকারের বড় জয় হল বলা যায়। জেবি পারদিওয়ালার ডিভিসন বেঞ্চের কড়া বার্তা।
সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই রায় অবশ্যই বিরোধী শাসিত রাজ্যগুলোর হাত শক্ত করবে বলে আইনজীবীদের একাংশ মনে করছেন।উল্লেখ্য,সংবিধানের ২০০নম্বর ধারায় বলা আছে,রাজ্য বিধানসভায় পাস করা যেকোনও বিল রাজ্যপাল সই করতে বাধ্য।তাই তামিলনাড়ু নিয়ে সুপ্রিমকোর্ট যে রায় দিল তা বাংলা সহ অবিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষমতা রক্ষা করার ক্ষেত্রে দিক চিহ্ন হয়ে থাকবে বলেও আইনবিশেষজ্ঞদের অভিমত।