দেশ

খেলনা ভেবে বন্দুক নিয়ে স্কুলে হাজির ছাত্র

Students came to school with a gun thinking it was a toy

Truth Of Bengal : পিস্তল নিয়ে স্কুলে হাজির ছাত্র। শিক্ষক শিক্ষিকারা জানার পর পুলিশে খবর দেয় , পুলিশ এসে ওই বন্ধুক বাজেয়াপ্ত করে। সঙ্গে শুরু হয় তল্লাশি। ১০ বছরের ছাত্রের ব্যাগে কিভাবে বন্ধুকে এলো সেই তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ওই ছাত্র বাড়ি থেকে খেলনা ভেবে বন্দুক ব্যাগে করে স্কুলে নিয়ে আসে। তারপর তা সহপাঠীদের দেখিয়ে খেলাও শুরু করে। স্কুলের শিক্ষিকারায় পুলিশকে খবর দেয় এই ঘটনার পর। ঘটনা স্থল দিল্লির এক স্কুল। কিন্তু প্রশ্ন হল ওই ছাত্রের বাড়িতে কিভাবে বন্ধুক রাখা থাকতে পারে?

যদিও বা রাখা থাকে তা নিয়ে স্কুলে চলে এলো ছাত্র বাড়ির লোক কিছু জানতেও পারলো না? পুলিশ অবশ্য জানিয়েছে ওই ছাত্রের বাড়ির আলমারিতে রাখা ছিল বন্দুকটি গুলিহীন অবস্থায় ওই বন্দুক দীর্ঘদিন ধরেই তার বাড়ির আলমারিতে ছিল। সেখান থেকেই ছাত্রটি বন্দুক খেলনার বলে ভাবে এবং স্কুলে নিয়ে চলে আসে। পুলিশ জানায় ওই বন্দুকের লাইসেন্স রয়েছে অর্থাৎ তা নিয়ে কোনোভাবে অভিযোগ দায়ের হয়নি শেষ পর্যন্ত। পুলিশ আরো জানায় বন্দুকটি ছেলেটির বাবার বাস করে কাকে তার বাবা মারা যায় তবে বন্দুকটি বাড়িতে রয়ে যায় বন্দুকটি আর থানায় জমা দেওয়া হয়নি। অবশেষে ওই বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related Articles