দেশ

গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য রেলের বিশেষ উদ্যোগ, আগামী কাল থেকে চালানো হবে বিশেষ ট্রেন

Special trains will run from tomorrow

The Truth Of Bengal : পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার দিনগুলোর জন্য বাড়তি ট্রেন চালানো হবে এবং ভিড় সামাল দেওয়ার জন্য অতিরিক্ত বুকিং কাউন্টারও খোলা হবে। মকর সংক্রান্তির ২ দিন আগে অর্থাৎ ১২ তারিখ থেকেই এই ট্রেনগুলো চলবে। ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন।

জানা গিয়েছে, মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ব রেল বাড়তি ৭২টি ট্রেন চালাবে। ১২ তারিখ থেকেই চলবে এই ট্রেনগুলি। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম বুধবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান। গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদহ, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট বুকিং সেন্টারও খোলা হচ্ছে। শিয়ালদহে অতিরিক্ত ২টি, কাকদ্বীপে অতিরিক্ত ৪টি এবং নামখানায় অতিরিক্ত ৩টি টিকিট বুকিং সেন্টার খোলা হচ্ছে।

ইউটিএস টিকিট বুকিং পরিকাঠামো এই গঙ্গাসাগর মেলার জন্য সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও পুণ্যার্থীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা থাকছে সবক’টি স্টেশনজুড়ে। অতিরিক্ত ১৬৮ জন টিটিই এবং আরপিএফের সঙ্গে এক কোম্পানি আরপিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে কাকদ্বীপ, নামখানা এবং শিয়ালদহ স্টেশনে। এই উদ্যোগের ফলে পুণ্যার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

FREE ACCESS

Related Articles