দেশ

মহাকাশে মাইগ্রেন-সহ নানা রোগের প্রভাব! মহাকাশচারীদের স্বাস্থ্যের জন্য স্পেশাল ডায়েট

Special diet for the health of astronauts

The Truth of Bengal: মহাকাশে মধ্যাকর্ষণ শক্তি না থাকায় মহাকাশে মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে নানা ধরণের শারিরীক সমস্যা দেখা দিতে থাকে। তাই মহাকাশচারীদের স্বাস্থ্যের কথা ভেবে ইসরোজানাচ্ছে,চাইলে আর ইচ্ছেমত খাবার খেতে পারবেন না মহাকাশচারীরা। ডায়েট চ্যাট বেঁধে দেবেন বিজ্ঞানীরা। খেতে হবে সেই ডায়েট মেনেই। মহাকাশ সফরে বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন ইচ্ছেমত খাবার খেতে পারবেন মহাকাশচারীরা। তবে বর্তমানে ইসরো জানিয়েছে, মহাকাশচারীরা চাইলে আর ইচ্ছেমত খাবার খেতে পারবেন না। কারণ মহাকাশে গেলেই শরীরে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তার জন্য এবার মহাকাশচারীদের ডায়েট চ্যাট বেঁধে দেবেন বিজ্ঞানীরা। আসলে রকেট পৃথিবীর মাটি ছাড়ানোর সঙ্গে সঙ্গেই শরীরের উপর মাধ্যাকর্ষণের প্রভাব টালমাটাল হয়ে পড়ে। যার জেরেই, পৃথিবী ছাড়িয়ে শূন্যে যাওয়ার পরেই শুরু হতে পারে নানারকম শারীরিক সমস্যা।

শূন্য মাধ্যাকর্ষণ বা জিরো গ্র্যাভিটিতে মাথাযন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা হওয়া খুব স্বাভাবিক। মহাকাশবিজ্ঞানীরা বলছেন, ৯২ শতাংশ মহাকাশচারী পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে যাওয়ার পরেই প্রবল মাইগ্রেনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে গগনযানে চাপিয়ে চার মহাকাশচারীকে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উর্ধ্বে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো। এই প্রেক্ষাপটে দাড়িয়ে মহাকাশে কোন কোন রোগ ভোগাতে পারে মহাকাশচারীদের তা নিয়ে চলছে গবেষণা। পাশাপাশি মহাকাশে গেলে শরীরের ওজন কমে যাওয়ায় নানা সমস্যা দেখা দিতে পারে । তাই মহাকাশচারীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে  স্পেশাল ডায়েট ফুডও সঙ্গে দেওয়া হবে। খেতে হবে ডায়েট মেনেই।বিজ্ঞানীর মতে, স্পেসফ্লাইট কিন্তু খুবই কঠিন।

প্রশিক্ষণ যতই থাক না কেন, শরীর সেই শূন্য মাধ্যাকর্ষণের সঙ্গে সঠিকভাবে খাপ খাওয়াতে পারে না।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে যায়। তাই রোগের মোকাবিলা করতে ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ইসরো মহাকাশচারীদের সুস্বাস্থ্যের জন্য পৃথিবীর মাটি ছাড়াবার আগেই গগনযানে প্যাকেটভর্তি খাবার ভরে দেবেন ইসরোর বিজ্ঞানীরা। পাউচে যাবে জল ও ফ্রুট জুস। বিজ্ঞানীদের বেঁধে দেওয়া ডায়েট চ্যাটই মেনে চলতে হবে মহাকাশচারীদের। দীর্ঘ সময় মহাকাশে টিকে থাকার জন্য ইসরোর বিজ্ঞানীরা নানা স্পেশাল ফুড প্রস্তুত করছেন মহাকাশচারীদের জন্য।

Related Articles