
The Truth of Bengal: দাবিদার থাকলেও তাঁর ভাগ্যে শিকে ছেড়েনি। চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে বেছে নেওয়া হয়েছে নতুন মুখ। মোহন যাদবকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হয়েছে। দলের এই সিদ্ধান্ত হজম করতে হয়েছে শিবরাজকে। নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিব্রাজ। এবার কোণ ভূমিকায় দেখা যাবে শিবরাজ সিং চৌহানকে? এই প্রশ্ন ঘুরছে মধ্যপ্রদেশের রাজনীতির অন্দরে। কোনও কোনও মহল মনে করছে তাঁকে এবার দিল্লিয়ে নিয়ে যাওয়া হতে পারে। সেই সম্ভাবনার কথা জানতে পেরে শিব্রাজ বলেছেন, ‘নিজের জন্য কিছু চাইতে যাওয়ার থেকে আমার মরে যাওয়া ভাল…। আমি দিল্লি যাব না।‘
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদব নতুন মুখ। লোকসভা নির্বাচনের আগে এই নতুন মুখের ওপর ভরসা রাখল বিজেপি। লোকসভা নির্বাচনের আগে শিবরাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট ভোটে লড়েনি বিজেপি। জয়ের পর মুখ্যমন্ত্রী ঠিক করা নিয়ে বেশ সমস্যায় পড়ে বিজেপি নেতৃত্ব। আগের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি লড়াইয়ে ছিলেন প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমার।
এবারের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। গতবারের চেয়ে ৫৪টি বেশি আসন পেয়েছে গেরুয়া শিবির। বিজেপি মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ ভোটের পেয়েছে। অন্যদিকে, ৬৬টি আসনে জেতা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। আট শতাংশের ওই ভোটের পার্থক্যে কংগ্রেসের চেয়ে ৯৭টি আসন বেশি জিতেছে বিজেপি। এমনিতেই এই রাজ্যে বিজেপি বেশ কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত। তার ওপর শিবরাজকে সরিয়ে দেওয়া এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বিজেপির কাছে।