JNK INDIA Limited- এর শেয়ারে চমক, ৫০ শতাংশের সুবিধা, আত্মপ্রকাশের পরেই ধামাকা
Shares of JNK INDIA Limited surprise, gain 50 percent, boom after debut

The Truth Of Bengal : JNK India Limited-এর শেয়ার বাজারে এসেছে। আর বাজারে এসেই ধামাকা। আকর্ষণ বাড়াতে এই সংস্থা নিয়েছে অভিনব ভাবনা। শেয়ারগুলি ৩০ শে এপ্রিল স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশের শুরুতেই ৬২১ টাকায় তালিকাভুক্ত হয়েছে। স্টক এক্সচেঞ্জ-এ শেয়ার গুলো ৪১৫ টাকার ইস্যু মূল্যের ৫০ শতাংশ প্রিমিয়াম। এই শেয়ার বাজারে আসার সঙ্গে সঙ্গে তা যথেষ্টই ঊর্ধ্বগামী। এই শেয়ার গুলি ৩১ শতাংশের বেশি প্রিমিয়ামের নেতৃত্ব দিচ্ছে।
অনিয়ন্ত্রিত বাজারেও জেএনকে ইন্ডিয়া লিমিটেডের শেয়ার যথেষ্ট সাড়া ফেলেছে। উল্লেখ্য, গ্রে মার্কেট এমন একটি মার্কেট যেখানে সাবস্ক্রিপশন খোলার আগে তালিকার দিন পর্যন্ত শেয়ার লেনদেন করা যায়। এখানেই জায়গা করে নিয়েছে এই শেয়ারগুলো। ৬৪৯.৪৭ কোটি টাকার প্রারম্ভিক পাবলিক অফারের বাজার মাত।
বিনিয়োগকারীরা ৩১.১৭ কোটি ইক্যুইটি শেয়ারের জন্য বিট করেছে মোট ১.১ কোটি শেয়ারের ইস্যু। স্টক এক্সচেঞ্জ থেকে পাওয়া তথ্য অনুসারে এই তথ্য জানা যাচ্ছে। জানা গিয়েছে কিওআইবি বা যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতারা নেতৃত্ব দিয়েছেন এই শেয়ারগুলোতে। তাদের কোটায় ৭৫.৭২ গুন বিক্রি হয়েছে। এর পরের সারিতেই ছিল অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। গত ২২ এপ্রিল মহারাষ্ট্র ভিত্তিক এই সংস্থা তার অ্যাঙ্কার বুকের মাধ্যমে ১৫৪.৮৪ কোটি টাকা সংগ্রহ করেছে। এই সংস্থা শেয়ার কিনতে একাধিক বড় বড় সংস্থা অংশগ্রহণ করে।