দেশ

শহর জুড়ে একাধিক স্কুলে বোমা বিস্ফোরণে হুমকি, আতঙ্ক অভিভাবকদের মধ্যে

Bomb threats in School

The Truth of Bengal: বেঙ্গালুরুর স্কুলে বোমা বিস্ফোরণে হুমকি, ই-মেলের মাধ্যমে হুমকি দেয় সন্ত্রাসবাদীরা। হুমকি পেয়ে খালি করা হয়েছে স্কুল চত্বর। ১৩টি স্কুলে বোমা বিস্ফোরণের জেরে আতঙ্ক। ইতিমধ্যে স্কুলে স্কুলে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আতঙ্কের জেরে খালি করা হয়েছে একাধিক স্কুল। পুলিশ সব স্কুলে তল্লাশি চালাচ্ছে, এখনও কিছু পাওয়া যায়নি। বোমার হুমকি পাওয়ার পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তৎপর পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত,  গত বছরও প্রায় ৩০টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে একটি সতর্কবার্তা আসে। হুমকিকে ইমেলকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং স্কুলগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Related Articles