উত্তরপ্রদেশে নেকড়ের তাণ্ডবে একাধিক শিশুর মৃত্যু, ড্রোনের সাহায্যে বনদফতরের তল্লাশি
Several children died in wolf attack in Uttar Pradesh, forest department search with the help of drones

Truth Of Bengal: উত্তরপ্রদেশের অরণ্য সংলগ্ন গ্রামগুলিতে দাপিয়ে বেরাচ্ছে নেকড়ের দল। গত এক মাসে এই নেকড়ের হামলায় প্রায় ৬-৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। সেই সমস্ত নেকড়েদের খুঁজতে ড্রোনের সাহায্যে তল্লাশি অভিযান শুরু করেছে বনদফতর।
উত্তরপ্রদেশ জুড়ে এখন চলছে নেকড়ে আতঙ্ক। জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে এখন দাপিয়ে বেরাচ্ছে নেকড়ের দল। হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপর। ওই সমস্ত নেকড়ের ভয়ে এখন বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, সোম ও মঙ্গলবার প্রায় ২-৩টি নেকড়ে হানা দেয় ছত্তরপুর গ্রামে। ওই নেকড়েগুলোর হামলায় গুরুতর জখম হয় ৩টি শিশু। পরে নেকড়েদের গন্তব্য হয় রায়পুর গ্রাম। বছর পাঁচেকের এক শিশুকে বাড়ি থেকে টেনে নিয়ে যায় নেকড়ের দল। পরদিন তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।
এই খবর পাওয়া মাত্রই দুটি গ্রামে পৌঁছয় বনদফতরের আধকারিকরা। বর্তমান সময়ে নেকড়ে হামলা থেকে গ্রামবাসীদের রক্ষা করার উপায় কী হতে পারে তা নিয়েই চিন্তিত তারা। এখনও পর্যন্ত সেখানে ৩টি নেকড়ের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে সেখানকার বাসিন্দা সূত্রে খবর। উত্তর প্রদেশের বনমন্ত্রী জানান, নেকড়ের দলকে বাগে আনতে সব রকম ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। নেকড়েদের খাঁচাবন্দি করতে ২২টি দল গড়েছে সে রাজ্যের বন দফতর। নেকড়ের সন্ধান করতে সাহায্য নেওয়া হচ্ছে – নাইট ভিশনস, ড্রোন সহ আরও অত্যাধুনিক সরঞ্জামের।