কেদারনাথের বিপর্যয়ে উদ্ধারকার্য জারি এসডিআরএফ এর , এয়ারলিফট করা হয়েছে ১৩৩জনকে
SDRF launched rescue operation in Kedarnath disaster, 133 people were airlifted

The Truth Of Bengal: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরাখন্ড। এই দুর্যোগের ফলে কে জান্নাতে আটকে রয়েছে প্রায় ২৫০ জন পর্যটক। তাদেরকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত মোট ১৩৩ জনকে নিরাপদ ভাবে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে । এসবিআরএফ দল পর্যটকদের লিনচোলি থেকে ডিম বালিতে সরিয়ে নিয়ে আসছে।
#IAF helicopters leapt into action, resuming the Rescue Operations at Kedarnath after an impatient wait due poor weather in the valley.
A total of eight NDRF personnel and a load of 800 kg have been inducted with 94 persons rescued including children and patients, today.… pic.twitter.com/M6i5NETieG— Indian Air Force (@IAF_MCC) August 5, 2024
পাশাপাশি, mi 17 যাত্রীদের চারধাম হেলিপ্যাডে ও চিনুক যাত্রীদের গাউচার বিমানবন্দরে নামিয়ে দিয়েছে। সোমবার সকাল নটা পর্যন্ত এমআই চিনো ও ছোট হেলিকপ্টারের সাহায্যে কেদারনাথ থেকে প্রায় ১৩৩ জনকে নিরাপদে ৪২ করা হয়েছে পাশাপাশি উদ্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, উত্তরাখন্ডে ভারী বৃষ্টিতে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি ছয় জন আহত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে উত্তরাখণ্ডের বহু রাস্তা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত ভাবে কেদারনাথ যাত্রা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার।
কেদারনাথের বিপর্যয়ে উদ্ধারকার্য জারি এসডিআরএফ এর , এয়ারলিফট করা হয়েছে ১৩৩জনকে pic.twitter.com/UuDCrvbDSY
— TOB DIGITAL (@DigitalTob) August 5, 2024
সূত্রের খবর অনুযায়ী, ভিমওয়ালী ও রামবাড়ার মধ্যেই প্রায় কুড়ি থেকে ৩০ মিটার রাস্তা ভেসে গিয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় গৌরী কুন্ডের অবস্থা যথারীতি বিধ্বস্ত হয়ে উঠেছে। উল্লেখ্য জেলা শাসন কেদারনাথ দর্শনের জন্য একটি সতর্কতা জারি করেছে। সেইখানে তিনি সকল তীর্থযাত্রীদের নিরাপদে থাকতে বলেছে তাছাড়া কেদারনাথ ধামের যাত্রা আপাতত বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে।