দেশ

উড়িষ্যার রামমন্দিরে ডাকাতির ঘটনা

Robbery incident at Ram Mandir in Odisha

The Truth of Bengal: সদ্য উদ্বোধন হওয়া উড়িষ্যার নয়াগড় জেলার পাহাড়ের উপর তৈরি হওয়া রামমন্দিরে ডাকাতির ঘটনা। খোয়া গেছে সোনা, রুপোর গয়না সহ নগদ ১ লক্ষ টাকা। দুষ্কৃতীদের খোঁজে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনায় কোনও রকম মন্তব্য করতে নারাজ মন্দির কতৃপক্ষ। উড়িষ্যার নয়াগড় জেলায় ফতেহপুরে সদ্য তৈরি হওয়া রাম মন্দিরে ডাকাতির ঘটনা। মন্দিরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খোয়া গেছে ঠাকুরের প্রণামী বাক্সের মধ্যে থাকা নগদ ১ লক্ষ টাকা সহ সোনা , রুপোর গয়না। এই ঘটনায় ইতিমধ্যেই মন্দির কমিটি ফতেগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। দুষ্কৃতীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের দিনই এই নবনির্মিত রামমন্দিরেরও উদ্বোধন হয়। গিড়ি গোবর্ধন পাহাড়ের চূড়ায় অবস্থিত ৭৩ ফুট উঁচু এই মন্দিরে রাতারাতি প্রণামী বাক্স চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে,  রাতেই দুষ্কৃতিরা এসে মন্দিরের সদর দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে প্রণামী বাক্স লুট করে। চুরির ঘটনা সবার প্রথম নজরে আসে মন্দিরের প্রধান পুরহিতের। সকালে পুজো করতে গিয়ে আঁতকে ওঠেন প্রধান পুরোহিত। দেখেন মন্দিরের মূল ফটকের দরজা খোলা। প্রণামী বাক্স ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এর পরেই শোরগোল পড়ে যায় মন্দির চত্বরে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মন্দির কতৃপক্ষ।

এই নব নির্মিত মন্দির তৈরি করতে খরচা হয়েছে ১০ কোটি টাকা। রাম কে উৎসর্গ করে করা এই মন্দিরে প্রচুর ভক্ত, গ্রামবাসীরা এসে প্রণামী বাক্সে দিয়ে গেছেন প্রচুর অনুদান। এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত। বউলোমালা পাথর দিয়ে তৈরি হয়েছে এই রাম মন্দির। আচমকাই মন্দির চত্বরে ডাকাতির ঘটনায় চিন্তিত ভক্তরা।

Related Articles