দেশে বাড়ছে ছাত্র আত্মহত্যার হার! এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে
Rising student suicide rate in the country! Such a sensational information has come forward

Truth Of Bengal: চিনকে পিছনে ফেলে জনসংখ্যার দিক দিয়ে এক নম্বরে উঠে এসেছে ভারত। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী আগামী ১২ বছরে দেশের জনসংখ্যা পৌঁছাবে ১৫২.২ কোটিতে। এরই মাঝে এক চাঞ্চল্য কর তথ্য সামনে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকেও বেড়ে গিয়েছে ছাত্রছাত্রীদের আত্মহত্যার হার। বুধবার বার্ষিক আইসি৩ কনফারেন্স ও এক্সপো ২০২৪-এ রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে প্রতি বছর আত্মহত্যার ঘটনা ২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গত দু দশকে পড়ুয়াদের আত্মঘাতী ঘটনা ৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
২০২২ সালে যতজন আত্মহত্যা করেছে তার ৫৩ শতাংশ ছাত্র। ২০২১ এবং ২০২২ সালে ছাত্রদের আত্মঘাতী সংখ্যা কমলেও ৭ শতাংশ বেড়েছে ছাত্রীদের আত্মহত্যা। গত এক দশকে ছাত্র আত্মহত্যার ঘটনা ৬ হাজার থেকে ১৩ হাজারেরও বেশি হয়েছে। ছাত্র আত্মহত্যার ঘটনায় বছরে শিরোনামে থাকে রাজস্থানের কোটায়। ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য লক্ষ্য লক্ষ্য ছাত্র যান কোটায়। কিন্তু মোট আত্মহত্যার ঘটনার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ। পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্য গুলির একই অবস্থা। এই তালিকায় দশম স্থানে রয়েছে রাজস্থান।
উল্লেখ্য স্কুল-কলেজে রেজাল্ট আশানরূপ করতে না পারার চাপ, বাবা-মার চাপে নিজের পছন্দমতো বিষয় নিয়ে পড়তে না পারা, উচ্চশিক্ষা নিতে গিয়ে আর্থিক প্রতিকূলতা, প্রতিষ্ঠানে র্যাগিংয়ের শিকার, কাঙ্খতি লক্ষ্য ছুঁতে না পারা, ব্রেকআপ, একাকীত্ব প্রভৃতি নানা কারণে হতাশা বা অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে ছাত্রছাত্রীরা। ভারতে বছর বছর আত্মহত্যার ঘটনা এতটাই বাড়ছে, যে তা ছাপিয়ে যাচ্ছে দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকেও।