দেশ

জানুয়ারিতেই উদ্বোধন রামমন্দিরের, যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্মাণের কাজ, দেখুন ছবি

ট্রাস্টের তরফে জানানো হয়েছে, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হবে

The Truth of Bengal: চব্বিশে দেশের সাধারণ নির্বাচন। তার আগেই রামমন্দিরের মহাসূচনা করতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অযোধ্যার রামমন্দিরের স্বপ্নপূরণ হতে চলেছে। বর্তমানে চূড়ান্ত নিরাপত্তার মধ্যে দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দির নির্মাণের কাজ। তারই ছবি প্রকাশ করলো রামমন্দির ট্রাস্ট।

ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মন্দিরের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। নীচেরতলার কাজ নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে এবং প্রথম তলার পিলারের ৫০% কাজ শেষ হয়ে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে প্রথম তলার কাজও শেষ হয়ে যাবে বলে আশাবাদী ট্রাস্টের কর্মকর্তারা।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আগেই ঘোষণা করেছিল যে মন্দিরের পবিত্রতা অনুষ্ঠান চব্বিশ সালের ২১ থেকে ২৩ জানুয়ারি, অনুষ্ঠিত হবে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হবে। সূত্রের খবর, ট্রাস্টের তরফে ১৩৬টি সনাতন ঐতিহ্য থেকে ২৫ হাজারেও বেশি হিন্দু ধর্মীয় নেতাকে পবিত্রকরণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হবে। ২৫ হাজার সাধু ছাড়াও যারা অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন, সেখানে ১০ হাজার “বিশেষ অতিথি” থাকবেন।

“রাম জন্মভূমির অভিষেক অনুষ্ঠান আগামী ২১,২২,২৩ জানুয়ারি হওয়ার কথা রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যাকে সুন্দর করার এবং অত্যাধুনিক শহুরে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করার।

Related Articles