
The Truth of Bengal: লোকসভার পর রাজ্যসভায় পাস হল মহিলা সংরক্ষণ বিল। বিলের পক্ষে পড়েছে ২১৫ টি ভোট। বিলের বিপক্ষে কোন ভোট পড়েনি। এখন এই বিল শুধু আইনে পরিণত হওয়ার অপেক্ষা।এবার রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা, তারপরই আইনে পরিণত হবে ঐতিহাসিক বিলটি।
মহিলা সংরক্ষণ বিল পাশ রাজ্যসভায় আগেই বিল পাশ হয়েছে লোকসভায় সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গেল বিল রাজসভায় বিলের পক্ষে পড়ে ২১৪টি রাজ্যসভায় বিপক্ষে একটিও ভোট পড়েনি এবার বিলটি যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির অনুমোদনের পরই আইন মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হবেদেশের সব রাজনৈতিক দলের সাংসদরা মহিলা সংরক্ষণ বিলে সহমত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন।সংসদের দুই কক্ষেই বিল পাশ হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী।
তিনি এক্স প্লাটফর্মে জানিয়েছেন -গণতান্ত্রিক দেশের উন্নতিতে এই বিল পাশ হওয়া দারুণ সুন্দর মুহূর্ত। ১৪০ কোটি ভারতবাসীকে অভিনন্দন। বিরোধীদের এই একতায় আমি অত্যন্ত আনন্দিত। এটি আইনে পরিণত হলে দেশের নারীর ক্ষমতায়ন আরও প্রসার লাভ করবে।গত বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়। বিলের বিপক্ষে ভোট দিয়েছিলেন দুই সাংসদ। লোকসভায় দুজন বিরোধিতা করলেও রাজ্যসভায় একজনও এই বিলের বিরোধিতা করেননি। আর তাতেই আইন হওয়ার পথে এগিয়ে গেল মহিলা সংরক্ষণ বিল।