দেশ

মুখোমুখি রাহুল-বরুণ, সৌজন্য বিনিময় দুই ভাইয়ের

Rahul-Barun Gandhi

The Truth of Bengal: কেদারনাথের মন্দির দর্শনে একসঙ্গে দেখা গেল রাহুল গান্ধী ও বরুণ গান্ধীকে। রাজনীতির মাঠে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও আসলে তারা একে অপরের ভাই। কেদারনাথে গিয়ে দুই ভাইয়ের  মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়। গান্ধী পরিবারের দুই সদস্যের এই সাক্ষাৎকারকে ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতির মঞ্চে ।এই মুহূর্তে বরুণ গান্ধী তার দল বিজেপি নিয়ে যথেষ্টয় তিতিবিরক্ত।

এমন ও শোনা গিয়েছিল বিজেপি ছাড়ছেন বরুণ। দলের একাধিক সিদ্ধান্তের বিরধিতা করেছেন মানেকা পুত্র। যা নিয়ে জাতীয় রাজনীতিতে জোড় চর্চাও হয়। গেরুয়া রাজনীতিতে একেবারে কোণ ঠাসা বরুণ। দলে তেমন কোন বড় দায়িত্ব তাঁর কাঁধে নেই। এই রকম এক রাজনৈতিক প্রেক্ষাপটে দুই ভাইয়ের মুখোমুখি দেখা। এই দেখা হওয়া এবং কথা বার্তা  একেবারেই বিরল ঘটনা।

গেরুয়া শিবিরে কোণ ঠাসা হওয়ায় বরুণ কি শিবির বদল করতে পারেন ? জাতশত্রু কংগ্রেসে যোগদানের সম্ভাবনা কতটা এই নিয়ে জোড় চর্চা  শুরু হয়েছে রাজনৈতিক মহলে।উল্লেখ্য কেদারনাথে পুজো দিতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা সনিয়া পুত্র রাহুল গান্ধী। পুজ দিতে গিয়েছিলেন স্বপরিবারে বরুণ গান্ধীও। হঠাৎই দেখা হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে। তাদের মধ্যে সৌজন্য বিনিময় হয়। দুই শিবিরেরই দাবি রাজনীতি কোন আলোচনা হয়নি। শুধুই সৌজন্য বিনিময়।

Free Access

Related Articles