দেশ

‘মঙ্গল আরতি’ চলাকালীন পদপিষ্ট, আহত অনেক পূণ্যার্থী

Puri Jagannath

The Truth of Bengal: পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পদপৃষ্ঠ হয়ে গুরুতর জখম হয়েছেন বহু পুণ্যার্থী। মঙ্গল আরতি চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। একই সময়ে বহু পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করতে গেলে হুড়োহুড়ি শুরু হয়। একে অপরকে টপকে আগে যাওয়ার চেষ্টা করলে পদপৃষ্ঠ হয়ে পড়েন অনেকে। বেসরকারি সূত্রে খবর, আহতের সংখ্যা ৫০ এর কাছাকাছি। আহতদের মধ্যে গুরুতর ১০  জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের পুরী হাসপাতালে ভর্তি করানো হয়।

উল্লেখ্য প্রতিদিনই জগন্নাথ দেবের মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয়। বিশেষ করে মঙ্গল-আরতির সময় সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়। এদিনও একইভাবে মঙ্গল আরতির সময় পুন্যার্থীদের ঢল নামে। আর সেই ভিড় সামলাতে হিমশিম খায় মন্দির কর্তৃপক্ষ। একসঙ্গে বহু লোক মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একই সঙ্গে সব তীর্থযাত্রীদের মন্দিরে ঢোকানোর কারনে এই বিপত্তি।

মন্দিরের মধ্যে ভিড় বেড়ে যায় এর ফলে। প্রত্যক্ষদর্শীদের দাবি এক সঙ্গে সকল পুর্নার্থীদের মন্দিরে ঢোকানোর ফলে দুর্ঘটনা ঘটে। আহতদের পুরী হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয়দের অভিযোগ, নটমণ্ডপ এবং জয়–বিজয় দ্বারের কাছে পর্যাপ্ত ব্যারিকেড ছিল না। তার জেরেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আগামী দিনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

Free Access

Related Articles