দেশ

তামিলনাড়ুতে দুর্ঘটনার কবলে পুদুচেরিগামী লোকাল ট্রেন, লাইনচ্যুত ৫টি কামরা

Puducherry-bound local train derails in Tamil Nadu, 5 coaches derail

Truth Of Bengal: মঙ্গলবার সকালে ভিলুপুরম রেলস্টেশনের কাছে পুদুচেরিগামী একটি লোকাল ট্রেন বড়সড় রেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায়। ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হলেও চালকের তৎপরতায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে যাত্রিবাহী ট্রেনটি ভিলুপুরম রেলস্টেশন ছেড়ে এগোতেই রেললাইনে একটি বিকট শব্দ শোনেন চালক। প্রবল ঝাঁকুনির পরিপ্রেক্ষিতে চালক তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেন। দ্রুত খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের ট্রেন থেকে নামান।

রেলকর্মীদের দাবি, সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক অনুমান, রেললাইনের উপর ভারী কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা।

গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে বারবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। কখনও গুজরাত, কখনও উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশে রেললাইনে বাধা সৃষ্টি করে দুর্ঘটনার চেষ্টা হয়েছে। রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার, সিমেন্টের ব্লক, লোহার পাত ফেলে বিপত্তি ঘটানোর অভিযোগও উঠেছে।

রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও কিছু ক্ষেত্রে চালকদের তৎপরতা বড়সড় বিপদ থেকে রক্ষা করেছে। ভিলুপুরমের এই ঘটনাও তার একটি উদাহরণ। তবে এই ধরনের দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles