
The Truth of Bengal: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করবেন। শহর জুড়ে এখন তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে। রামমন্দিরকে সামনে রেখে সেজে উঠছে শহর। শহর পাচ্ছে এক নতুন আন্তর্জাতিক বিমানবন্দর। রাম মন্দির উদ্বোধনের আগেই শনিবার এই নতুন বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নতুন সাজে সেজে উঠেছে অযোধ্যা জংশন রেল স্টেশন। এই স্টেশনের নতুন নামকরণ হয়েছে অযোধ্যাধাম। প্রধানমন্ত্রীর হাত ধরে তার উদ্বোধন হবে।
এছাড়াও অযোধ্যা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছটি বন্ধে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। দুটি অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি রোড শো করবেন। পরে জনসভায় বক্তব্য রাখবেন। রাম মন্দিরের উদ্বোধন এবং তার আগে প্রধানমন্ত্রীর সফর – ঝলমল করছে উত্তরপ্রদেশের এই মন্দির শহর। ফুলের তোরন দিয়ে সাজানো হয়েছে শহরের অলিগলি-রাজপথ। রামায়ণের থিম মেনে একই রঙে শহরের সমস্ত বাড়ি সেজে উঠেছে।
৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধনের পর ৬ জানুয়ারি থেকে শুরু হবে সম্পূর্ণ পরিষেবা। ওই দিন থেকে অযোধ্যার সঙ্গে জুড়ে যাবে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ এবং গোয়া। বিমানবন্দরে বোয়িং ৭৩৭, এয়ারবাস ৩১৯ এবং এয়ারবাস ৩২০ ওঠা-নামার মতো রানওয়ে এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। অযোধ্যায় ১৭৮ একর বিস্তৃত একটি সাধারণ বিমানঘাঁটি ছিল। এখন সেটিই দেশের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে উঠছে।