দেশ

সীমান্তে দীপাবলি পালন প্রধানমন্ত্রীর 

PM Diwali Celebrates

The Truth of Bengal: ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর সীমান্তে নিরাপত্তা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেন প্রধানমন্ত্রী। এ বছরও তার অন্যথা হল না। এই দীপাবলিতে হিমাচল প্রদেশের লেপচায় নিরাপত্তা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী। সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। ছবিতে দেখা গেল দেশের সৈন্যদের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি খুশি। তাদের সঙ্গে একটি গানের অনুষ্ঠানেও যোগদান করেন প্রধানমন্ত্রী। শুধু এইবারই নয়, বিজেপি ২০১৪ সালে যখন ক্ষমতা এসেছিল তখন প্রধানমন্ত্রী সিয়াচেনের সেনাদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন। এরপর ২০১৫ সালে তিনি পাঞ্জাব সীমান্তে তিনি দীপাবলি পালন করেন।

তার পরের বছর তিনি হিমাচল প্রদেশের চিন সীমান্তে দীপাবলি পালন করেন। ২০১৭ সালে তিনি কাশ্মীরে যান এবং সেখানে দীপাবলি পালন করেন। ২০১৮ সালে তিনি উত্তরাখণ্ডের সেনাদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন। তার পরের বছর তিনি গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরিতে। ২০২০ সালে প্রধানমন্ত্রী যান জয়সলমীরের লোঙ্গেওয়ালাতে। এর পরের বছর তিনি যান জম্মু-কাশ্মীরের নৌসেরাতে। গত বছর তিনি কার্গিলের সেনাদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন।উল্লেখ্য ক্ষমতায় আসার পর থেকেই বার বার প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে দেশের সুরক্ষার কথা শোনা গিয়েছে।

সেই সূত্রে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে আত্মনির্ভর ভারতের কথা। বর্তমান সময়ের আত্মনির্ভর ভারত বিশ্বের কোনও দেশকেই ভয় পায় না, এই বার্তা বারবার দিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লির স্পষ্ট কথা ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু শত্রু দেশ যদি আমাদের দিকে কু-দৃষ্টি দেয় তবে ভারত ছেড়ে কথা বলবে না। আর সেই সূত্রে সদা জাগ্রত দেশের বীর সেনাবাহিনীর কথা বারবার তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে রবিবার হিমাচল প্রদেশের লেপচায় গিয়ে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে দীপাবলি উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Related Articles