দেশ
বিহারে বিষ মদ পানের ঘটনায় গ্রেফতার সাত মহিলা-সহ ২১ জন, সাসপেন্ড দুই পুলিশকর্মী
Policemen suspended after Bihar spurious liquor deaths, many arrested

Truth Of Bengal, Barsa Sahoo : বিহারের তিন জেলায় বিষমদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকে। শুধু তাই নয়, অনেকের মৃত্যুও হয়েছিল। সেই মৃত্যুর ঘটনায় ঘটনায় এবার গ্রেফতার করা হল মহিলা-সহ ২১ জনকে। রবিবার পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই দুই পুলিশকর্মীকেও বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পর রবিবার সারণ রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) নীলেশ কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এদিন তিনি বলেন, ঘটনার পরেই মাঘর, আউরিয়া এবং ইব্রাহিমপুর এলাকার তিন চৌকিদারকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও মাশরাখ থানার স্টেশন হাউস অফিসার এবং ভগবানপুর পোস্টে নিযুক্ত আরও এক পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে বিহারে বিষমদ পানে মৃত্যু হয়েছে ৩৭ জনের। বর্তমানেও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৬ জন সিওয়ান জেলার এবং ২ জন সারন জেলার বাসিন্দা।
প্রসঙ্গত, বিহার সরকার ২০১৬ সালের এপ্রিল থেকে মদ নিষিদ্ধ করার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২২ সালে সারন জেলায় বিষ মদ পানের কারণে ৭৩ জনের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যেহেতু রাজ্যে মদ নিষিদ্ধ, তাই মৃতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও উঠছে। পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং প্রশাসনকে এই সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।