দেশ

সেনা জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠবেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi will celebrate Diwali with Indian Army

The Truth of Bengal: এবারের আলোর উৎসবেও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে দেখা যেতে পারে প্রধানমন্ত্রীকে। সেনা জওয়ানের পোশাকে প্রধানমন্ত্রীকে দেখা যাবে। রাজস্থানে ভারত পাক সীমান্তে কোন সেনা ক্যাম্পে যেতে পারেন প্রধানমন্ত্রী। সেনা জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপনের পাশাপাশি সুকৌশলে নির্বাচনী প্রচারও সেরে নিতে চাইছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কুরসিতে বসার পর ভারতীয় সেনা জওয়ানদের উৎসাহিত করতে নরেন্দ্র মোদি বরাবর সীমান্তে গিয়ে আলোর উৎসব পালন করেন। দুর্গম এলাকায় তাঁদের সঙ্গে নিয়ে আলোর উৎসবে মেতে ওঠেন। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর এ বছরও সীমান্তে গিয়ে আলোর উৎসবে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী। সেনা জওয়ানদের সঙ্গে তিনি মেতে উঠবেন এই উৎসবে। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের বার্তা দেবেন সেনা জওয়ানদের সঙ্গে একই সঙ্গে উৎসবেও মিলিত হয়ে।

তবে এবার কোন সীমান্তে তিনি থাকবেন তা এখনো জানানো হয়নি প্রধানমন্ত্রীর দফতর থেকে। এর আগে একাধিক বার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন রাজৌরিতে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সেনা জওয়ানদের সঙ্গে উৎসবে সামিল হয়েছেন। সেনার পোশাক পরেই দীপাবলিতে দেখা গিয়েছে তাঁকে। জওয়ানদের তিনি মিষ্টি আর নানা রকম উপহার দিয়েছেন।

Free Access

Related Articles