দেশ

নিমেষে ধ্বংস হবে শত্রুঘাঁটি, ভারতের হাতে বিনা পাইলটের ‘হান্টার কিলার’

Pilotless 'hunter killer' in the hands of India

Truth Of Bengal: এবার শত্রুর আকাশসীমায় ভারতের বিশেষ সামরিক বিমান উড়ে হামলা চালাতে চলেছে । ভারতে বিশেষ সামরিক বিমানের পাল্টা যদি শত্রু হামলা চালায় তাতেও কোন সমস্যা হবার কথা নয়। কারণ ওই বিমানে থাকবে না কোনও চালক। শত্রুর হামলা মোকাবিলার জন্য আমেরিকা থেকে ইতিমধ্যেই ৩১টি এমকিউ-৯বি নামের এই ড্রোন বিমান কিনতে চলেছে ভারত। মনে করা হচ্ছে ‘হান্টার কিলার’ নামে পরিচিত ড্রোন বিমানগুলি ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে।

এক সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই ইন্দো-মার্কিন নয়া সামরিক চুক্তি সেরে ফেলতে চাইছে দিল্লি। কদিন আগেই পাকিস্তানকে বড়সড়  সামরিক সাহায্য করছে চিন। চিন থেকে কাই হং-৪ ও উইং লুং-২ ড্রোন সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। জানা গিয়েছে, এখন সাতটি কাই হং-৪ ড্রোন রয়েছে পাকিস্তানের কাছে। সম্প্রতি বেজিংয়ের কাছে আরও ১৬টি কাই হং-৪ চেয়েছে ইসলামবাদ। এই অবস্থায়   আরো ৩১টি এমকিউ-৯বি বা ‘হান্টার কিলার’ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।যাতে পাকিস্তানের পাশাপাশি চিনকে কিছুটা হলেও চাপে   ফেলা  যায় সেজন্য দিল্লি এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে।

চীনে তৈরি ড্রোনগুলির থেকে আমেরিকার এমকিউ-৯বি অনেকটাই শক্তিশালী বলে জানা যাচ্ছে এক সূত্র মারফত । এই পাইলটহীন ‘হান্টার কিলার’ বিমান ৪০ হাজার ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারবে। এমনকি এক টানা ৪০ ঘণ্টারও বেশি আকাশে উড়তে পারবে বলে জানা গিয়েছে। এতে রয়েছে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম।  ইতিমধ্যেই ৩১টি ‘হান্টার কিলার’-এর জন্য আমেরিকান সংস্থা দর হেঁকেছে ৩.৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি)।

Related Articles